জীবন জ্যান্ত

জীবন জ্যান্ত

পথিক আমি কাঁধে ঝুলি
হাঁটছি নিত্য গ্রন্থমেলায়,
ভালো পুস্তক পেলে ভরি
সঙ্গী আমার ভ্রমণ খেলায়।

এই পথিকের ক্লান্তি উধাও
পছন্দসই বইটা পেলে-
আদ্যপ্রান্ত পড়ার শেষে
পেটের খিদে উঠে জ্বলে।

যাত্রাপথের দুধারেতে
কতশত বই সজ্জিত,
আগ্রহী থাক চক্ষু আমার
পড়ে ফেলুক সব সৃজিত।

বৃক্ষ নদী পাহাড় মানুষ-
মেলে ধরা বইয়ের পাতা,
তথ্য জানার কায়দা জানলে
ভরে যাবে হাজার খাতা।

এই ভ্রমণে শেখার শিখা
দীপ্তি ছড়াক চতুর্দিকে-
সত্যিকারের জীবন জ্যান্ত,
শিরদাঁড়াটা সোজা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *