শিশিরধৌত মন এনো গো
সাথে এনো ভালবাসা,
দ্রাক্ষালতার প্রেমে সরাও
দেওয়ালের নিরাশা।
নম্র রোদের পরশ এনো
শীতে কাঁপা শিশু–বুকে,
সমবেত গীত এনো আজ
সব মানুষের মুখে।
সাথে এনো হাতকড়ি
মৈত্রী যার উপাদান,
দাও পরিয়ে সকল হাতে
লেখো প্রেম–উপাখ্যান।
তোমার সুখে আমার সুখ
সকলকে দাও ভাগ,
আনন্দেতে সবাই ভাসুক
নেই কোনো শ্রেণীভাগ।
শ্রেণীভাগের প্রাচীর ভেঙে
বিপন্নের হাত হাতে,
মানবশৃঙ্খল গড়ে দিয়ো
বলো আছি একসাথে।
চমৎকার মিলনের আহ্বান
এমন সুন্দর মন্তব্য আমার কাছে এক বড় প্রাপ্তি। অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই।