ষড়যন্ত্রের সাক্ষর করা ইটগুলো বলে
চাই না বেঁচে থাকতে বুকে কালি নিয়ে,
ভেঙে দাও মনের এই দালানকোঠা।
বাইরের সৌন্দর্য চাই না আমাদের,
চাই ভেতরে নদীর মিষ্টি জলধারা-
ভালোবাসা বয়ে যাবে সাগরের দিকে।
চাই অন্তরে প্রেরণা থাক আকাশের মতো,
চাই সেখানে উড়ুক স্বপ্ন-পাখি
উড়াল দিক পাখনা মেলে নিরাশাকে ফেলে।
তাই এই দালানকোঠা ভেঙে দাও,
নতুন করে গড়ে তোলো নতুন ইট দিয়ে-
মাখানো থাকবে শান্তি, ভালোবাসা
দয়া-মায়া আর সদর্থক শব্দ এবং উপলব্ধির নির্যাস।
তারপরে ।