তোমায় নিয়ে সুখে-আনন্দে ভালোবাসায় থাকব বলে,
তোমার মনের বাগিচায় ফুলগাছের গোড়ায়
কত-না দিয়েছি সার আর জল।
তবু পারিনি ফোটাতে তোমার আবেগের ফুল।
তোমার জন্য আমার নদীপাড়ে বানিয়েছি ঘাট–
তুমি এসে এখন ও বসলে না।
অনেক চেষ্টা করে যাচ্ছি,
তোমার মনের নাগাল পেলাম তবু কই?
তুমি তো জানো আনন্দ যেন পাহাড়ি বাংলোর ছাদ
নরম রোদ মাখতে চায়,
হঠাৎ তখন বিষাদের মেঘ এসে বাধা দেয়।
তুমি তো জানো সুখ যেন পদ্মপাতায় জলের ফোঁটা-স্ফটিক
যে আকাশটাকে ধরে রাখতে জানে –
নিমেষে দুঃখের ঢেউ এসে তবু ফেলে দেয়।
তুমি তো জানো ভালোবাসা যেন জিওল মাছ,
জলে রাখলে বেঁচে থাকবে।
তুমি জানো ভালোবাসার জলে বিষাদ দুঃখ দ্রবীভূত হয়,
নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলে।
এখন ঠিক করে নাও আমায় ভালবাসবে কি না,
দুজনের পৃথিবীটাকে সুন্দর করে তুলবে কি না।