যতই শহর আলো ঝলমল
মনের গতিটা যায় থেমে,
অস্থিরতার পরিবেশ দেখে
তার শরীরটা যায় ঘেমে।
এই পরিবেশ এমন আলোয়
এই যাত্রার নেই মানে,
অবক্ষয়ের আকর্ষণটা
নব উদ্যমে যেন টানে।
সেই উদ্যমে ছেদ দিতে পারে
একমুঠো আলো পবিত্র-
দেখিয়ে দেবেই আলোর পথটা
আঁধার হারাবে চরিত্র।
ঘন আঁধারকে হত্যা করতে
অস্ত্র শানায় প্রতিবাদ,
ধ্বনিত হোক-না আকাশে বাতাসে
শুভ চেতনার অনুবাদ।
এই ধ্বনি শুনে সব অন্যায়
নির্বাসনের ধরবেই পথ,
একমুঠো আলো আসে ওই দেখো
চেপে ন্যায়ের আলো-রথ।