বিশ্রামে আজ সকল ঋতু
দাপট দেখায় খরা,
ঝমঝমিয়ে বর্ষা এসো
বাঁচাও মনের ধরা।
মেঘকে বলো আনতে ধরে
হারানো সব সংবেদ,
মরু বুকে বৃষ্টি ঝরাক
দয়া মায়ার উদ্ভেদ।
মরা নদী কাঁদছে বসে
বর্ষা এসো তুমি,
দাও না এনে তপ্ত বক্ষে
সমব্যথার ঊর্মি।
এমন খরায় বুকের বকুল
ঝরায় না আর কুসুম,
ঝরা–বকুল বৃষ্টি এনো
এনো বর্ষা মরসুম।
শুভবোধের বৃষ্টি এনো
এনো বকুল গন্ধ,
দুঃসময়ে এনো বৃষ্টি–
ভরসা করার কন্ধ।