অন্তর দিয়ে

অন্তর দিয়ে
অন্তর থেকে বেরোয় যে-কথা
অবাধে তারা ঢোকে মনে,
কথা বলার উদ্দেশ্যটা
সফল হবেই সেই ক্ষণে।

অন্তর দিয়ে শাসন চালালে
সুশাসন আসে চিরদিন,
অন্যথা হলে জনসাধারণ
অচিরেই দেখে দুর্দিন।

শব্দেরা যদি জন্মায় হৃদে
পাঠকের মন লেখা কাড়ে,
সেই লেখকের লেখাগুলো বুঝি
সকল মানুষে বেশি পড়ে।

প্রেম যদি আসে অন্তর থেকে
প্রেমিক হৃদয়ে দোলা লাগে,
হৃদয় পদ্ম সেই দোলাতেই
গাঢ় ঘুম থেকে যেন জাগে।

সব কাজ হোক অন্তর দিয়ে
গলিগুলো হোক রাজপথ,
ধরা হোক আজ সুন্দরতর
সেথা চলুক-না মানবতা রথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *