নতুন পথ ডাকছে

নতুন পথ ডাকছে
নতুন পথ ডাকছে ওই
দেখার চোখে বদল হোক,
আপাত ভাঙা পথের বুকে
লুকিয়ে আছে আগামী শ্লোক।

শ্লোকের ভাষা ন্যায়ের ভাষা
ন্যায়ের তরে জীবনপাত,
গর্জে ওঠা হৃদয় রোখে
অবাঞ্ছিত অশ্রুপাত।

যাত্রা শুরুর দিনগুলোতে
পদক্ষেপে সতর্কতা,
আচরণের কেন্দ্রে থাক
প্রাচীন সেই মানবিকতা।

এমন রীতি সকল স্তরে
থাকুক লাগু চিরটা কাল,
ন্যায্য কাজে সমাজ সাজে
সব পাপের অন্তকাল।

নতুন পথ ডাকছে ওই
পথের ধারে ন্যায়-কেতন,
মানবতার নিয়ন্ত্রণে
চলছে শুভ আবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *