মিথ্যে ভূগোল পড়ে কী লাভ?
মিথ্যে জলবায়ু বিস্বাদ লাগে,
মিথ্যে সম্পর্কে জড়াব না আর, কেন-না
মুখোশের আড়ালে সত্তা অজানা।
ভুল পথে চলে গেছি আজ
নাজেহাল হয়েছি যে কত,
দিঘি-জল মিষ্টি হবে ভেবে
নোনা জলে হয়েছি বিব্রত।
সম্পর্কটা মাকড়সার জাল ছিল যে
পারিনি আগে বুঝতে,
প্রেমের ছলে ছোবল খেয়েছি,
নাকাল হলাম যখন গেলাম
আসল মুখ খুঁজতে।