গেঁয়ো জেনেও তোমার গঙ্গা
টানল আমায় কাছে,
মলিনতা সব শুষে নিল-
আমার আমি নতুন করে বাঁচে।
ক্লান্ত জেনে তোমার বিটপী
বিছিয়েছিল নরম ছায়া,
বিশ্রামেতে উৎসাহ পেল
আমার অন্তর কায়া।
মানসিকতায় বন্দি দেখে
আকাশ মেললে ধরে,
তাইতো আমার মনের পাখি
মুক্তির নেশায় ওড়ে।
আমার বাগের আগাছারা
তোমার ভয়ে দিল যে প্রাণ,
তোমার প্রয়াস ভালবাসা
গড়ল এ–গোলাপ বাগান।
তোমার ভালবাসা আমায়
বদলেই দিল মন্ত্রবলে,
আমার দিঘি সারাবছর
ভরা থাকে প্রেম–জলে।