এক সমুদ্র আবেগ নিয়ে
আসছে ধেয়ে নয়া সকাল,
আছড়ে পড়ার অপেক্ষাতে
আসীন জীবন এতকাল।
তার তরঙ্গে প্রবল বল–
প্রাচীন আঁধার শুষে নেবে,
জলোচ্ছ্বাসে খড়কুটো পাপ
সাগর তলে ডুবিয়ে দেবে।
বেলাভূমির ক্লেদের মুক্তি
ফিরিয়ে দেবে পুরোনো জেল্লা,
নতুন প্রভাত প্রেমিক স্পর্শ
গড়ে তুলবে স্বপ্নের কেল্লা।
হতাশা সেথা লুকায় মুখ
স্বপ্ন দেখার নেইকো মানা,
আলোর পাখিরা নিত্য ওড়ে
নিয়ে শত সাফল্য ঠিকানা।
সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা
সেই গড়েতে নিশ্চিন্তে থাকে,
দ্বার রক্ষায় চেতনা জেগে–
হিংসা ঘৃণা বড় দুর্বিপাকে।
মুখোশগুলোর ঢোকা মানা
অবাধ শুদ্ধ আলো–হাওয়া,
গড়ের বাগে সহস্র ফল
মিটিয়ে দেবে সব চাওয়া।