মেয়ের কথা ফুলের কথা যাচ্ছি কেন ভুলে?
মায়ের কথা নদীর কথা যাচ্ছি বুঝি ভুলে।
দায়ের কথা সেবার কথা কথার কথা বুঝি?
লক্ষ্য আমার স্থির আছে ঠিক স্বার্থ শুধু খুঁজি।
দেওয়া কথা রাখতে ভুলি বন্ধু তবু বলি,
অপছন্দের দৃশ্য দেখে চোখে বাঁধি ঠুলি।
মানবতা ফ্রাইং প্যানে সমব্যথা মুখে–
ব্যবসায়ী মন অর্থ খোঁজে মরুক না কেউ দুঃখে।
অহংকারের কলম আমার দুরন্ত তার গতি–
থামাবে কে থামাবে কে দেবে কে আজ যতি?
দিয়েছি পাশ কত শত তাইতো বুঝি মর্ম,
বেকারত্ব ভিক্ষা করে আমি পরি বর্ম।
অশ্রুজলের কারণ খুঁজতে নেই যে হাতে সময়,
অবাক করা ক্ষোভের বন্যা হল কখন উদয়?