তোর রূপের আলোক মেখে
দিলাম ডুব সাগরজলে,
চিলেরা ওড়ে ওপরে, মোতি
খুঁজতে যাই তোর অতলে।
এ-সন্ধানে সাগরতলে
যা–কিছু আছে হয়েছে জানা
মুক্তাসম সমান দামি
তবুও আজ কত অজানা।
ক্লান্তি এসে চেপে ধরে না
এ-সন্ধানে রয়েছে মজা,
মোতি খুঁজতে খুঁজতে যেন
পাই হস্তে প্রেমের ধ্বজা।
আসল মোতি কোন ঝিনুকে?
উৎসাহটা জিইয়ে রাখা-
আলোর টানে প্রেম-বৃক্ষ
তোর আকাশে মেলছে শাখা।
এই আকাশ আমার তোর
আসল প্রেম পাখির মতো,
একসঙ্গে গাওয়া গানে
সারিয়ে তুলি জীবন–ক্ষত।