ছলনার ছায়াতে কালের পিঠে চেপে
কত-না অভিনয় দেখালে,
মোহ আর মায়ায় বুঝতে পারিনি তা
ছিলে যে পর্দার আড়ালে।
মুখ থেকে বেরোনো মধুমাখা কথারা
হৃদয়ের বচন ছিল না,
অন্যায় বায়না মেটাতে ছুটে গেছি
সিঙ্গাপুর থেকে চায়না।
তোমার প্রয়োজনে এসেছিলে নিকটে
এখন তো পেরেছি বুঝতে,
দানা খাওয়া শেষে উড়ে গেলে কোথায়
আরেক আবাস খুঁজতে?
তুমি আমার কাছে ছিলে তৃষার বারি
খোলা বারান্দার আলোক,
তোমার বদলানো নিমেষে ভেঙে দিল
আমার নিজস্ব ভূলোক।
কাড়লে অন্তর আর স্বপ্ন-খাতা
খাতার সন্ধান চলছে।
কোথায় সেই খাতা? খুজতে খুঁজতেই
স্মৃতির পাহাড়ও গলছে।