আমায় ভালবাসতে এগিয়ে আসে কজনে
আমার গুরুত্ব বোঝেন কত সুজনে?
যা ভালো ঘটেছে ঘটেছে আমার জন্য
যা মন্দ ঘটেছে ঘটেছে তোমার জন্য—
এই ভাবনা কি ভালোবাসা আনে
ভেজা দেশলাই কাঠি জ্বলে ঘর্ষণে?
শাসন ডান্ডা থাকলে আমায় নিয়ে চলতে,
না থাকলে আমার সঙ্গটা এড়িয়ে যে যেতে।
এড়িয়ে চলা এমন ব্যক্তি আছে পরিবারে সমাজে-
মুখের বুলি সর্বস্ব অনীহা সকল কাজে।
এমন অনীহা এসে জীবন কঠিন করে,
যেটা চাই সেটা যেন নীরবেতে দূরে সরে।
কত ফুল ঝরে যায় স্বপ্নের বাগ থেকে,
আমায় জড়িয়ে ধরো দায়িত্ব বলে ডেকে।