তুমি যদি আসতে নেমে এই মাটিতে,
শুভবোধের নির্যাস ভরা পাত্র হাতে-
এক এক ফোঁটা দিতে তুমি প্রতি মুখে,
এক নিমেষে বদলে যেত এই রুক্ষ ধরা –
কত কারুকাজ চোখে পড়ত তার শাড়িতে।
বদলেই যেত আমার সবার কাজের পৃথিবী,
বদলে যেত আমার সবার আঁধার আকাশ-
সেখানে উঠত হাস্যরতা চৈতালি চন্দ্রিমা।
সেরে উঠত মনের দুরারোগ্য ক্ষত,
বিকৃত মানসিকতা জ্বলে হত ছাই।
হৃদয়ের বাগানটা আবার সেজে উঠত-
শরতের শিউলিতে আর রাঙা গোলাপে।
সুগন্ধি সহৃদয় বাতাসে ঘুরে বেড়াতে পারত নির্ভয়ারা অশেষ নির্ভয়ে।
এই অন্তিম চাওয়া পূর্ণ করতে আসবে কবে?