তোমাকে চাই এ-দুঃসময়ে-
কারণ তুমি যে সুসময় পাওয়ার পথটা বাতলে দাও।
বিফল হলে তোমাকে চাই-
কারণ তুমি যে উৎসাহ দাও সফলতা-চুড়োয় পৌঁছোতে।
তোমাকে চাই ক্লান্তিতে-
কারণ তুমি শিখিয়ে দাও প্রাণবন্ত থাকার মূলমন্ত্রটা।
তোমাকে চাই দুঃখে-
কারণ তুমি খুঁজে দাও সুখ দুঃখের মাঝে।
তোমাকে চাই অসুস্থ হলে-
কারন তোমার হাত ধাত্রীবিদ্যার জাদু দিয়ে নিমেষে আমাকে সুস্থ করে তোলে।
তুমি কাছে এলে পরাজয়ের গ্লানি ভুলে যাই-
কারণ তুমি আমাকে পরের বারে জয়ের জন্য তৈরি করে দাও।
আমি আকাশের চাঁদ চাই না,
তোমাকে ছুঁয়ে বেঁচে থাকতে চাই।
আমি সুইজারল্যান্ড যেতে চাই না,
আমি দেশের মাটিতে ভালোবাসার স্বর্গ বানাতে চাই।
তোমাকে শুধু ভালবাসতে চাই।