বন্যার কারণ লেখা দড়িটাকে টানাটানি চলছে-
মনে হয় যেন টাগ অফ ওয়ার চলছে।
আমার ঘর থেকেও ঘর নেই,
চতুর্দিক জলময় তবু পেয় জল নেই,
পেট ভরাবার খাদ্য নেই।
ভোটের অধিকার তো আছে,
জল-খাদ্য-আশ্রয়ের অধিকার নেই।
কেউ আবার জলে দাঁড়িয়ে ছবিও তুলছে,
কেউ আমার দুচোখের করুণ আর্তি দেখেও আমায় কিছু বলতে বলছে।
তোমরা যা করবে করো কোনো অসুবিধে নেই, শুধু একটাই আমার চাওয়া যা আমি চিৎকার করে বলছি-
খাবার জল দাও, খাদ্য দাও,আশ্রয় দাও।
জানি না কখন কার কানে এই চিৎকার প্রবেশ করবে,
জানি না কবে এই দুর্দশা থেকে মুক্তি পাব চিরতরে?
আমি বানভাসি।