মনের দেয়ালে শত ছিদ্র-
আদিম যুগ তাই ঢুকে পড়েছে।
ভাবনার গায়ে পোস্টার লাগানো
তাতে আদিমতা সাক্ষর করেছে।
সভ্যতার চাকায় লেগেছে ধর্ষণ-খুন-হিংসার রক্ত।
তির ছুঁড়ে- চলছে শিকার,
হরেক তিরের ফলায় হরেক বিষ।
এই বিদ্যায় পারদর্শিতা বেড়েই চলেছে
পোশাক পরা সভ্যতার হরেক কাজে।
আসল বিদ্যা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে
মাথা ঠুকেই মরছে,
কখনো রাস্তায় বসে অনশন করছে চাকরির আশায়,
ডেলিভারি বয় হয়ে কখনো ঘুরে বেড়াচ্ছে,
কখনো প্রতিবাদী মিছিলে হাঁটছে রাস্তায়।
কখনো হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে।
আদিম বিদ্যায় পারদর্শিতা হঠাৎ যেন শিরদাঁড়াকে মাটির সমান্তরাল করে দিয়েছে।
তাই কি টাই পরা মানুষগুলো আজ হামাগুড়ি দিয়ে ঢুকছে আবার প্রাচীন গুহায়?