শরতের উপাখ্যান গেল জলে ডুবে
বিচারের আশা-দীপ এই বুঝি নেভে!
ঘর ভাসে পথ ভাসে আর ভাসে মন
দোষের তির নিক্ষেপে ভীত ত্রাণ-ক্ষণ।
বেশি বকা কম কাজ সময়ের রীতি
বানে ভেসে ভুলে প্রাণ সব পরিমিতি।
প্রাণ ভোলে উৎসব, বলে ত্রাণ চাই
জল খাদ্য ও আশ্রয় কোথা থেকে পাই।
ফিবছর দোষারোপ ফিবছর ভাসা,
বেনোজলে ভেসে গেছে কাশ দেখা আশা।
ঢেউ তোলা কাশ বন ঢেউ দেখে জলে,
বলে মাগো এত দুঃখ মানুষকে দিলে?
বানভাসি লোকগুলো কেন পড়ে ফাঁদে,
তার দায় কে বা নেবে কার প্রাণ কাঁদে?
কে বানাল চক্রব্যূহ কারা ফেঁসে মরে,
সমব্যথী কে আছে গো এসে হাত ধরে?