আমি তোমার কাছ থেকে আর একটু সাহস একটু ভালবাসা আশা করেছিলাম,
এই শুষ্ক মরু-বুকে একটু বৃষ্টিধারা আশা করেছিলাম,
এই বিধ্বংসী প্লাবনে ভরসার তরণী আশা করেছিলাম।
কিন্তু তুমি ভয়ানক ভয় পেলে
দোষারোপ করতে শুরু করলে।
ভেবেছিলাম আশার শুকতারা দেখতে পাব,
ভেবেছিলাম ভালোবাসার গোলাপ হাতে পাব,
ভেবেছিলাম সবুজ সতেজ পৃথিবী পাব,
ভেবেছিলাম পাশে থাকা বন্ধুত্ব পাব,
পরিবর্তে পেলাম দোষারোপ করার ঘন কালো মেঘ-
সেখানে শুধু বিদ্যুৎ চমকানি,
বৃষ্টির ছিটেফোঁটা নেই।