হৃদয় হয়েছে শূন্য আজ।
পারবে না ভোরের শিশির এনে দিতে,
পারবে না দিতে বটের ছায়া-ভালোবাসা,
পারবে না ভরে দিতে মমতাময়ী ফুলের সুবাস?
পারবে না শোনাতে ভোরের পাখির গান,
পারবে না এনে দিতে দখিনা বাতাসের শুভেচ্ছা?
পারবে না এনে দিতে মাটির সহিষ্ণুতা,
পারবে না এনে দিতে শিশুর স্নেহ ভরা চুমু?
পারলে এনে দিয়ো রবির নরম আলো,
পারলে এনে দিয়ো স্বপ্নময় জ্যোৎস্না-
পারলে এনে দিয়ো শিউলির বৈরাগ্য।
হৃদয় হয়েছে শুষ্ক আজ।
পারবে না আনতে নদীর মিঠা জল,
পারবে না আনতে বৃষ্টিধারা তেষ্টা মেটাতে?
পারবে না হৃদয়কে জলাশয় করে তুলতে,
পারবে না আনতে সেখানে পদ্মফুলের চারা পদ্মপুকুর থেকে?
পারবে না সেখানে পদ্মফুলের চাষ করতে-
পারবে না প্রত্যেক হৃদয়ে পদ্ম ফোটাতে?
পারলে এনে দিয়ো পদ্মের সুবাস।
অপেক্ষায় আমরা সবাই।