কার কপালে অমৃত

কার কপালে অমৃত
কী দিনকাল এল-
চোরেরা শেখাচ্ছে নীতি
পুলিশ দিচ্ছে চোরকে প্রশ্রয়!
চোর পুলিশের খেলা এখন চলছে অহরহ-
কোনো ময়দান খালি নেই।
চলছে চোর পুলিশের খেলা-
তাদের খেলা দেখে চমকে গেছে কলকাতা ময়দান।
খেলা দেখে মনে হচ্ছে দুজনেই জিতবে – এটি নিতান্ত রেফারির বক্তব্য।
কী দিনকাল এল-
সকল রাস্তা গিলে ফেলেছে জনসমুদ্র!
অসুর আর দেবতারা শুরু করেছে
সেই সমুদ্রমন্থন-
মন্থনের দড়ি এসেছে আরজি কর থেকে।
এই মন্থনে অমৃত উঠে আসবে?
এই যুগে কার কপালে অমৃত,
অসুরের না সুরের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *