হোঁচট খেয়ে পতন হলে
দিয়ো বাড়িয়ে হাত,
চাই না ছোঁড়া প্রদান, চাই
স্নেহ মাখানো ভাত।
গাড়ির লোভ দেখিয়ো না গো
পারলে পাশে হাঁটো,
হাতটা ধরে শর্তহীন
খুশি শুধুই বাঁটো।
স্বার্থ-লোভ বুকেই রেখে
মিত্র হতে এলে-
সম্পর্ক ঘরের কোণে
কাঁদবে দুপা মেলে।
বিপদ এলে দূরেই থাকো
পাশে থাকা কি মানা?
অভিসন্ধি মন্দ হলে
বোঝে কুকুর ছানা।
কুকুর ছানা প্রভুভক্ত
মানটা দিতে শেখো,
আলাদিনের প্রদীপ হবে
হুকুম করে দেখো।