তোমাকে তো পাহাড় ভেবেছিলাম-
ঝড়-বৃষ্টি-তুফানের হাত থেকে বাঁচাবে ভেবেছিলাম, ভুল করেছিলাম?
চেয়েছিলাম তুমি আমাদের আকাশ হবে-
সেখানে আমরা মুক্তির আস্বাদ পাব।
তুমি তো দিলে না জোছনার চাঁদ শুকতারা
দিলে না তো স্বপ্নের নক্ষত্রপুঞ্জ।
দিলে শুধু গ্রীষ্মের প্রখর খরা-
আমরা গাছপালারা শুকিয়ে গেলাম।
ভুল কিছু কি চেয়েছিলাম?
দক্ষ মাঝি ভেবে তোমার নৌকোয় উঠে বসি,
ভেবেছিলাম খরস্রোতেও সঠিক গন্তব্যে পৌঁছে দেবে।
আবিষ্কার করলাম গন্তব্যটা যেন কত দূরে।
মাঝি ভেবে ভুল কি করেছিলাম?
ভেবেছিলাম আরও, তোমার সদিচ্ছা প্রত্যেকের জন্যে বানিয়ে দেবে সুন্দর ঘর-
যার দেওয়ালে ছিদ্র থাকবে না,
কালনাগিনি ঢুকতে পারবে না।
তবু উলটো ঘটনা ঘটেছিল।
এখন বেহুলাদের খুঁজে বেড়াচ্ছি।