মূল্যবোধের কৌটো যদি ভরা থাকে,
বিপদ-বেড়াল দৌড়ে আসে নিকটে।
কৌটো শুঁকে আঁচড়ানোটা তারই কাজ-
বুঝে গেছে কারণটা যে
মূল্যবোধই ছোঁড়ে গোলা- প্রতিবাদ।
সবার কৌটো বন্ধ ছিল
শান্তিপ্রিয় মনটা ছিল,
ছোট ছোট অন্যায় দেখে নীরবতা
বানায় তাদের সরীসৃপ।
বুকে হাঁটা সমাজ দেখে
অসুর বাড়ায় বাহুর পেশি,
অহংকারী অসুর চলে বুক ফুলিয়ে।
নির্ভয়ার এক শক্তি ছিল,
একই সঙ্গে খুলে দিল সব কৌটো-
সম্মিলিত মূল্যবোধ যে আকাশ ছোঁয়,
মানুষ যেন খুঁজে পেল শিরদাঁড়াটা।
হও হুঁশিয়ার অসুরব্যাটা।