কেন টানলে সীমা

কেন টানলে সীমা
আগের মতো বাসলে ভালো
এমন ক্ষতি হয়?
শাসন করা সময় এসে
দেখাল বুঝি ভয়।

উঠত ফুটে ফুলের কলি-
হাসি তোমার মুখে,
দেখে আমার ভরত মন-
দিন কাটত সুখে।

আগে তোমার সৃজন দেখে
অবাক হত আঁখি,
আজ অচল শিল্পী হাত
মরল নদী দেখি।

নদীর বুকে বালুকা রাশি
তপ্ত রোদে কাঁদে,
এখন যত ভালোবাসাই-
বন্দি বুঝি ফাঁদে।

আগে যখন বাসতে ভালো-
দৃষ্টি যেন ক্ষমা,
আজ তোমার নাগাল পেতে
কেন টানলে সীমা?

গণ্ডি মানে দূরেই ঠেলা-
মানে তোমার জানা,
আমার দেশ ছেড়ে কোথায়
যাচ্ছ মেলে ডানা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *