নদীর তীরে বসে খোঁজো আজ শান্তি?
অসুরের দাপটে শহরে অশান্তি।
কাঞ্চনজঙ্ঘা দেখে লেখো কবিতা?
দেশের কোণে কোণে নারী নির্যাতিতা।
বিপন্ন নয় গো পরিবারের কেউ,
সাগর পাঠাবে না তোমার তটে ঢেউ?
নির্যাতিতারই পাশে দাঁড়ানো চাই
এই মনোভাব কি তোমার মনে পাই?
কাঞ্চনজঙ্ঘা নদী তোমায় টানে
নির্যাতিতা মরে হিংস্র উজানে।
সাতে-পাঁচে থাকিনা ভাবখানা যাক-না
তিলোত্তমারা কি সুবিচার পাবে না?