কেমন করে

কেমন করে
কেমন করে বদলে দিলে
আমার, সবার দেখার চোখ-
কেমন করে টানলে কাছে
জনগণের মানসলোক?

কেমন করে মানচিত্রটা
নতুন রঙে রাঙালে,
ঘুমন্ত সব জনপদকে
কেমন করে জাগালে?

কেমন করে ওঠালে ঢেউ
শুকনো মরা নদীতে?
জনজোয়ার আছড়ে পড়ছে
হরেক গলি-রাজপথে।

কেমন করে ঐক্যের মালা
গাঁথলে তুমি মরণে?
মানবতার মিছিল চলে
তোমার স্মৃতির স্মরণে।

অজুহাতের দেয়াল তুলে
ছড়ায় যারা বিভ্রান্তি-
লক্ষ্যে অচল মিছিল বুঝি
তাদের শিরে সংক্রান্তি?

কথায় কাজে ফারাক যেন
দেয় চিনিয়ে ধূর্তামি,
তোমার জন্যে প্রতিবাদ আজ,
শাস্তি পাবেই আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *