ভগবান তুমি দুটো পা দিয়েছ–
সামনে এগিয়ে যাওয়ার জন্যে,
পেছনে পালাবার জন্যে কি?
ভগবান তুমি শিরদাঁড়া দিয়েছ–
সোজা রেখে হাঁটার জন্যে,
সরীসৃপের মতো হাঁটার জন্যে কি?
ভগবান তুমি হৃদয় দিয়েছ–
সংবেদনশীলতা রাখার জন্যে,
পাথর ভরে রাখার জন্যে কি?
ভগবান তুমি তো মন দিয়েছ–
জাগ্রত রাখার জন্যে, ঘুম পাড়িয়ে রাখার জন্যে নয়।
ভগবান তুমি তো চোখ দিয়েছ–
তোমার সৃষ্টিকে শুদ্ধ দৃষ্টিতে দেখতে,
মন্দ দৃষ্টিতে দেখার জন্যে নয়।
ভগবান তুমি তো মুখ দিয়েছ–
ঠিক সময়ে ঠিক কথা বলতে, কাউকে কটু কথা বলতে নয়।
ভগবান তুমি তো দুটো হাত দিয়েছ–
ভালো কাজের জন্যে, মন্দ কাজের জন্যে নয়।
চারদিকে এই নৃশংসতা রক্তপাত,
খুন–ধর্ষণ দেখিয়ে দিচ্ছে তোমার বানানো মনের কেন্দ্রীয় সফটওয়ার আপডেটেড হয়নি।
এবার তো আপডেট করে একটু মানবিক করে দাও।