পাকা আমটি মিষ্টি লাগে
কাঁচা তেঁতুল টক,
কোকিল কালো কাক ও কালো
সাদা কেন বক?
সবুজ পাতার জবা গাছে
ফোটে পুষ্প লাল,
বর্ণ যেমন হোক না বধূর
লজ্জা রাঙায় গাল।
রাগলে চোখে আগুন ঝরে
দুঃখে নোনা জল,
প্রিয়ার চোখের দিঘি দেখে
পাই না খুঁজে তল।
বাবার স্নেহে হল বড়
তারা যমজ ভাই,
একজন ভাইয়ের অর্থে লিপ্সা
অন্যজনের নাই।
এমনতরো বিচিত্রতায়
এই প্রকৃতির সায়,
সুখ ও দুঃখ চিত্র আঁকে
জীবনখানার গায়।