কাজের ডাকটা আসে যখন
সাড়া দেওয়াই কাজ,
হোক-না ভ্রান্তি প্রথম প্রথম
খুব স্বাভাবিক লাজ।
লজ্জা রঙে রঞ্জিত যে
কাজের প্রথম ধাপ,
প্রশিক্ষণে রং খোয়া যায়
চেনায় নিজের মাপ।
ধাপে ধাপে শেখার পাল্লা
বাড়ায় যখন ভার,
কাজের দখল আসে ধীরে
বিশ্বাস খোলে দ্বার।
আত্মবিশ্বাস বাইরে বেরোয়
ভুলের মাত্রা কম,
বিশ্লেষণে ভুলটা শেখায়
বক্ষ বাড়ায় দম।
বর্ধিত দম বুকের মাঝে
ঠিক পদক্ষেপ ধীর,
ভুলের দেয়াল টপকালে যে
সফলতার ক্ষীর।