স্বপ্ন যেন মেঘের মতো
উড়ে গেছে অন্য দেশে,
আমার তোমার সবার ভুবন
তাইতো থাকে দুঃখক্লেশে।
হারিয়েছে দেশের মাটি
স্বপ্ন-চাষের উর্বরতা,
মানবতার চলছে খরা
বুকের মাঝে অস্থিরতা।
বুকের দরজা বন্ধ এখন
অস্থিরতা দেয় পাহারা,
ভালোবাসা দেশ ছেড়েছে
অনুভূতি দিশাহারা।
বুকের মাঝে অস্থিরতা
বাইরে যত প্রতিবাদ ঝড়,
আসছে তুফান আসছে বৃষ্টি
কাঁপছে বুঝি আমিত্ব-গড়।
এই ঝড়ে আর বৃষ্টিধারায়
পথের ময়লা যাবে সরে,
আসবে ফিরে স্বপ্নগুলো–
আগমনি বাজবে ঘরে।