রং লাগানো শিল্পকলা

রং লাগানো শিল্পকলা
আসল ছবি হারিয়ে যায়
রং লাগানো তুলির টানে,
চারদিকেতে নকল ছবি
বিভ্রান্তি হরেক ক্ষণে।

তাইতো মনে যুদ্ধ চলে
চোট পাওয়া শরীর তার-
প্রতিদিনেই রক্ত ঝরে
দেখে মুখোশ মানবতার।

রং লাগানো শিল্পকলা
বাড়ছে তার উন্নয়ন,
আসল আজ মুখ দেখাতে
লজ্জা বুঝি পায় ভীষণ।

সেই লজ্জা কাটাতে আজ
ডুবটা দেব মন-সাগরে,
নৈতিকতার অস্ত্র এনে
হানা দেবই রুদ্ধ দ্বারে।

দরজা ভেঙে রং-ভবন
অস্ত্রাঘাতে করব নাশ,
ফুল-বাগানে ফুটবে ফুল
আগাছা সব হবেই লাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *