প্রহর আমার পাথর বুকে
মাথা ঠুকে মরছে,
আগমনের প্রত্যাশাটা
মাথায় শুধু ঘুরছে।
তুমি আসবে পায়চারি তাই
দৃষ্টি পথে থাকবে,
কানটা সজাগ সারাদিনভর
কখন তুমি ডাকবে।
পথে পথে প্রতিবাদী
অপেক্ষাতে তোমার,
চোখদুটি চায় দেখতে তোমার
চোখ ধাঁধানো গ্ল্যামার।
তোমায় সম্মান জানাতে যে
বরণডালা রেডি,
প্রসাধনে এত সময়
কখন ভাঙবে গণ্ডি?
গণ্ডি ভেঙে সুসজ্জিতা
এনো ন্যায়ের দণ্ড,
সুবিচার পাক তিলোত্তমা
শাস্তি পাক-না ভণ্ড।