প্রেমের দেবতা সম্পদ নিয়ে
এসো বাংলার এই বুকে,
উজাড় করেই ঢেলে দাও সব
একটু না হয় বাঁচি সুখে।
যত নদী আছে বাংলার বুকে
দূষিত হয়েছে মনেপ্রাণে,
শুষে নাও বিষ ভরো প্রেম-বারি
নতুন মনের নির্মাণে।
নাগরিক দোষ মুছে দাও তুমি
প্রেমের রবার নিয়ে হাতে,
মানবিক গুণ ঢেলে দাও হৃদে
সুবাস ছড়াক দিনে রাতে।
নগরায়ণের যত বিষ আছে
শুষে নিয়ে দাও প্রেম ভরে,
ফুসফুসে থাক বিশুদ্ধ প্রেম
বেঁচে থাকা সুখ ঘরে ঘরে।
বিবেকানন্দ রবীন্দ্রনাথ
নদের চাঁদের এই দেশ-
প্লাবিত হোক না তোমার আশিসে
ধুয়ে যাক সব বিদ্বেষ।