তিলোত্তমা পাক সুবিচার

তিলোত্তমা পাক সুবিচার
তিলোত্তমার চোখের জলে
এত আগুনের তেজ ছিল-
দোষীদের প্রাণ উঠল কেঁপে ভয়েতে,
কত মিথ্যা, দোষারোপ, কুম্ভীরাশ্রু, অসংলগ্ন কথাবার্তা… ক্যামেরাবন্দি।
এত তেজ ছিল তার অশ্রুজলে
প্রতিবাদ তাই রাস্তায় রাস্তায়
বৃষ্টি-রোদ-সময় উপেক্ষা করে… ফ্রেমবন্দি।
সব জনপদ প্রতিবাদে একসাথে,
প্রতিবাদের ভাষা এক বিচার চাই…
ক্যানভাসে ছবি হল আঁকা।
সব পড়ুয়া নামল পথে
সত্যান্বেষণ ছুটছে রথে-
এদিক সেদিক রাজপথ থেকে গলিপথে।
গতিপ্রকৃতি দেখেই লাগে
কেন্দ্রবিন্দু নেই আর কেন্দ্রে।
সবার গলায় এক ভাষা বিচার চাই,
কারোর আবার ঘোলা জলে মাছ ধরা।
ধরুক-না মাছ ক্ষতি নেই-
শুধু প্রাণহানি রক্তক্ষয় ধর্ষণ যেন না হয়।
অন্তরাত্মা চিৎকার করে- বিচার চাই সত্বর।
তিলোত্তমা পাক সুবিচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *