এই পথে যে অন্ধকার
ভোঁতা দৃষ্টি ছুরি,
যায় না কাটা এ-ঘন বন
আলো গেছে চুরি।
যে-রাস্তায় আলোর ছটা
ডাকে আদর করে,
পাদুটি যাক সে-রাস্তায়
লক্ষ্য নেই দূরে।
হরেক মোড়ে বিপদ থাক
নিষ্ঠা তবু বুকে,
কুঁকড়ে যাবে ভয়েই তারা
ল্যাঠা যাবেই চুকে।
নতুন পথ ডাকছে ওই
রবির বাতি জ্বেলে,
নতুন রবি আশার আলো
পথেতে দেয় ঢেলে।
পথের আলো টানবে স্নেহে
সফলতার পানে,
জীবন হাঁটে সঠিক পথে
শুভ মন্ত্র কানে।