বুকে জমা কথা বলে
হালকা করে শব্দ,
প্রতিবাদের শব্দে আবার
সব শাসক কি জব্দ?
প্রেমের রাগের সুখের প্রকাশ-
শব্দ দরকার জানি,
দুঃখের কথা না বললে যে
মনের কষ্ট মানি।
রাজসভাতে নিস্তব্ধতায়
কুরুবংশের ধ্বংস,
অহংকারী মুখের ভাষায়
ধ্বংস হল কংস।
শব্দপ্রয়োগ সঠিক হলে
মন ছুঁয়ে যায় ভাষা,
উদ্দীপনা জীবন ভরে
জাগিয়ে রাখে আশা।
আশা জাগলে জীবন বাঁচে
বিবেক জাগলে মানব,
শব্দপ্রয়োগ বেঠিক হলে
জেগে ওঠে দানব।