সোনা রোদ্দুর অম্বর থেকে
মূল্যবোধটা একটু এনো,
তার অভাবেই অসার আচার
সারা দিনরাত মারছি ধেনো।
রুপোলি জোছনা চাঁদ থেকে এনো
শিশু কপালের সুশ্রী টিপ-
কপালে পরলে আমার ভেতরে
ঢোকে যেন এক শিশুর চিপ।
ওগো কালো মেঘ এনো ধারাপাত
মুছে যাবে যত কলুষ মনে,
মনের পশুটা ফিরে যাবে জানি
নিজের আবাসে গভীর বনে।
তারারা এবার পাহারায় বোসো
জেগে থাক শুধু প্রহরী আঁখি,
অশুভ শত্রু ঢুকতে না পায়
প্রেম-প্রীতি মনে বাঁধুক রাখি।
তোমরা আমার অনুরোধ রেখো
কালিমা যাক-না অন্য গ্রহে,
এই পৃথিবীতে ফিরে আসি যেন
বারে বারে তার প্রেমের মোহে।