আকাশে বাতাসে অস্থিরতা
উড়ছে অরাজক প্রহর,
অনুশাসন হারিয়ে গেছে
ফুঁসছে গ্রাম ফুঁসছে শহর।
ছাঁকার পরে মিথ্যে-ময়লা
অবশেষরূপে পড়ে থাকে,
সত্যবাদিতার মিহি দানা
মিশে গেছে নর্দমার পাঁকে।
বংশ বিস্তারে স্বার্থপরতা
আগাছাকে হারিয়ে দিয়েছে,
মনের উঠোনে সমব্যথা
বেদম হয়ে মরে গিয়েছে।
মুখ-মুখোশে যায় না চেনা
সত্য গোপন দারুণ কলা,
ভরসার হাতে মিথ্যা-ধুলো
চোরের মায়ের বড় গলা।
নির্বাসিত মনের বিশ্বাস
ফিরিয়ে এনেই প্রতিবাদ-
খুলতে পারে সত্যের দুর্গ
দিতেই পারে মুক্তির স্বাদ।