হিংসা ঘৃণা রক্তে মিশলে
শ্বাসপ্রশ্বাস ও দূষণ ছড়ায়,
বাতাসে তার মাত্রা বাড়ে
মানব দেহের রক্ত গড়ায়।
শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসা
রক্তে যদি একবার মেশে,
সকল দূষণ নির্বাসনে
সম্প্রীতির রাজ প্রতি দেশে।
ছাতার মতো শাসন হলে
রৌদ্র বৃষ্টির ভাঙে দন্ত,
ছাতার দণ্ড দম্ভ মাখলে
উদভ্রান্ত হয় সব সিদ্ধান্ত।
স্বার্থ নামক ছানি যদি
কবজা করে দেখার আঁখি,
বিচারবুদ্ধি যায় হারিয়ে
গায় না তখন পোষা পাখি।
হিংসা-ঘৃণা-দম্ভ-স্বার্থের
জারিজুরি করতে বিনাশ-
শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসা
হৃদয়েতে হোক-না প্রকাশ।