জলের ওপরে পৃথিবীর দৃষ্টি ধোঁকা খেল,
আমি এগিয়ে চলি জল ভেদ করে
একবুক নিশ্বাস ভরে,
সকলের চোখে বিস্ময়ের ধুলো ছুঁড়ে
উঠলাম দিঘির ওপারে।
বুক ভরা শ্বাস শুধু নয় আমি, আমি- আত্মবিশ্বাসের তেজ,
মাছের মতো কাটি সাঁতার নাড়িয়ে নাড়িয়ে লেজ।
ঝুঁকি নিয়ে অভিযানে আমার বড়ই নেশা-
জলের তল ও আমায় দেখায় যেন ঠিক দিশা।
লক্ষ্যে যখন যাই গো পৌঁছে সফল অভিযানটা,
ধোঁকা খাওয়া চোখগুলো যে মেটায় তাদের তেষ্টা।
আমি ডুবসাঁতার, আত্মবিশ্বাস রক্ত প্রবাহে- কারণ কুশলতার।