প্রখর রৌদ্রে শুকিয়ে যাওয়া
বাগিচায় নেই ফুল,
ঝরে গেছে তারা নেই কোনো বাস
নীরস মনের মূল।
মন খারাপের এই পরিবেশ
ছিন্ন করেছে তার,
হৃদয়ের বীণা বাজায় না গান
বন্ধ সুরের দ্বার।
জীবনের সুর হারায় যখন
আশার নদীতে চর-
সেখানে নিরাশা ধীরে ধীরে এসে
বানায় নিজের ঘর।
ভুলে যায় সব নদী ছিল সেথা
জনপদে ছিল আশা,
পাণ্ডবগণে কে পাঠাল বনে
কারা ওলটাল পাশা?
একদিন হবে যুদ্ধ ঘোষণা
পরিণাম কী তা জানা,
কৌরবদের বিনাশ হবেই
কর্তিত হবে ডানা।