বললাম তোমাকে দৃষ্টির বিস্তার বাড়াতে
বাড়ালে সেই- কিন্তু নাবাচক দিকে,
সে-দৃষ্টি ভালো কিছু খুঁজে পায় না
খুঁজে আনে নর্দমার পাঁক।
পাঁক ঘাঁটতে ঘাঁটতে দুহাত সুদক্ষ,
দক্ষতায় অক্ষরেখা বদলালে তুমি –
কাজের প্রবাহ রাজপথ ছাড়ে
আর অন্ধগলির অন্ধকারে রাজ্য গড়ে।
সে-রাজ্যে ফুলের চাষ বন্ধ
ঘৃণার চাষে উদ্যম বেশি,
বাতাস বয়ে বেড়ায় দুর্গন্ধের বাষ্প।
আকাশে ঘুরে বেড়ায় কালো মেঘ
সে-মেঘ বৃষ্টি দেয় না-
মাঝে মাঝে ইস্পাত-বল্লম ছোঁড়ে,
শোনা যায় পাশব হুংকার।
কুচকুচে কালো মেঘ ভেদ করে
আলো ঢোকে না সে-রাজ্যে।
ঋতুচক্রের ঘুর্ণন বন্ধ
শরতের আগমন নেই
মায়ের পুজো হয় না,
আসুরিক শক্তি পুজো পায়।
এখনো সময় আছে দৃষ্টির অভিমুখ ঘোরাও
তোমার স্বাভাবিক অক্ষরেখায় ফিরে এসো,
দৃষ্টির বিস্তার বাড়াও প্রশস্ত রাজপথে। পথের দুদিকে ফুলের সৌন্দর্য থাক।