বন্ধু দিবস পালন করলে মান্যতা পায় মিত্র,
বন্ধু সফল দেখে বুকের পরশ্রীকাতর চিত্র?
মিত্রতাতে ভালোবাসা যদি কেন বা ঈর্ষা দূষণ?
সভ্যতার মোড়কে বন্ধুত্ব করছে কী অন্বেষণ?
শুদ্ধ বন্ধুত্বের অট্টালিকা গড়তে চাওয়া মানে-
শর্তহীন ভালোবাসা থাকে তারই ভিতের স্থানে।
মজবুত ভিতের ওপর স্থায়ী বিশুদ্ধ মিত্রতা,
দেয়ানেয়া সব স্বার্থহীন থাকে না কোন ক্ষুদ্রতা।
ঈর্ষা নামক ক্ষুদ্রতা ঢুকে কাটে বন্ধুর আশ্লেষ,
তারপরে শুধু পড়ে থাকে পরিচিতি অবশেষ।
প্রকৃত মিত্রতাতে স্বচ্ছতা রয় কাচের মতন,
নেই তবু ভঙ্গুরতা, নয় তা যে অচলায়তন।
যে বা যারা পরশ্রীকাতর আসল বন্ধু নয় গো তারা-
বিপৎকালে হারিয়ে যাবে নিমেষেতে পাড়াছাড়া।
ভিত গড়াও বন্ধু বাছাই হোক-না তাই সযত্নে,
সকল সময় পাশে থাকা বন্ধু আসুক জীবনে।