নির্মূল করে সবুজ বর্ণ
তোদের দিয়েছি ধরণী,
পরিবেশে শুধু দাঁড়িয়ে রয়েছে
হাজার হাজার অরণী।
যেখানে সেখানে পরিবেশে আজ
হিংসা আঁকছে চিত্র,
শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বনে-
নাইরে মনের মিত্র।
শিক্ষার পায়ে কুড়ুল মেরেছি
হাঁটতে যে তার কষ্ট,
এই মন্থর গতির শিক্ষা
করবে জীবন নষ্ট।
পরিবেশ এত বিষাক্ত আজ
বিষিয়ে দেবেই মনন,
সোজা শিরদাঁড়া উধাও এখন
সৎ সাহসের হনন?
শৈশব তোদের ভবিষ্যৎ নিয়ে
ছিনিমিনি খেলা খেলেছি,
ব্যর্থ প্রদীপে শেষ সলতেটা
আশার তেলেই জ্বেলেছি।