আমি ধর্ষণ-খুন ঘটনার প্রহর
আমি মহিলা ডাক্তার পড়ুয়াকে শিকার হতে দেখেছি,
আমার সাথে দেখেছে সরকারি হাসপাতালের রাত।
আমি দেখেছি এই ঘটনার আড়ালে কত কিছু ঘটে যেতে।
এই ঘটনা ঘটেনি কোনো কুখ্যাত গলিতে,
ঘটেছে বিখ্যাত সরকারি হাসপাতালে।
পড়ুয়ার পরিবার নিঃস্ব হল-
সব স্বপ্ন ফুল হয়ে ফুটল না
অকালে কুঁড়ি ঝরে পড়ল,
ছিঁড়ে গেল হাসপাতালের নিরাপত্তার পর্দা,
ছিঁড়ে গেল যত্রতত্র টাঙানো অজানা পর্দা।
কাম্য ছিল হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা নিয়ন্ত্রণ করবে।
নিয়ন্ত্রণ থাকলে কি এই ঘটনা ঘটত?
ঘটল ঠিক উলটো-
ঘটনাগুলো নিয়ন্ত্রণ করছে হাসপাতালকে।
চূড়ান্ত বিশৃঙ্খলতা একে বলে?
রোগীদের সেবায় নিবেদিত প্রাণের এই পরিণতি ?
আমি ঘটনার প্রহর লজ্জিত,
তোমরা কি লজ্জা পাও না?