সপ্রতিভ আঁধারের স্রোত
প্রবাহিত সাঁকোর-তলে,
সাঁঝের সাঁকো আলো ঝলমল
যায় বোঝা কী আছে জলে?
অপ্রতিভ দৃষ্টি মুগ্ধ
সাঁকোয় চড়ে ভাবে মনে,
মাতাল করা এত সুবাস
ছাড়ছে কি জল ক্ষণেক্ষণে?
এমন ভিড়ে চিড়ে চ্যাপটা
সাঁকোর নজর জলে পড়ে,
জলের মাঝে নড়ে উঠে
কী যেন কী ইঙ্গিত করে।
সাঁকো জলের মন্দ আঁতাত
কেউ পারে কি আগে ধরতে?
অপেক্ষাতে কুমির কখন
মানুষগুলো পারবে মারতে?
সে-আঁতাতে ভাঙে সাঁকো
উল্লসিত জলের কুমির,
লোভের মোহে বিপন্নদের
সকল স্বপ্ন হল চৌচির।