পাখি ওড়ে আকাশটাতে উড়ালে তার তৃপ্তি,
খাঁচার মধ্যে থাকলে বসে আসবে কি সেই প্রাপ্তি?
খিদেয় জ্বলা উদর ফোলা রুটি দেখে চাঁদে,
তেমন তৃপ্তি আসে না যে মনটা শুধু কাঁদে।
রুটি পেলে খিদে মিটলে আসল তৃপ্তি আসে,
স্বর্গীয় সুখ হার মানে তায় মুখটা মৃদু হাসে।
খুঁত ধরাটা কারোর তৃপ্তি না করলে মুড মন্দ,
সারাটা দিন গুমোট মেঘলা থাকে না তার ছন্দ।
কেউ বা আবার তৃপ্তি খোঁজে গুণকীর্তন করে,
আরেক জনে তাতেই যেন জ্বলে পুড়ে মরে।
বইয়ের সাথে মিত্রতাতে কারোর কাটে সুখে,
সঙ্গ ছেড়ে যায় না বন্ধু বিরক্তি নেই মুখে।
সোজা পথে হাঁটার তৃপ্তি দামি কারোর কাছে,
কারোর তৃপ্তি মাংস ভাতে কারোর ভাতে মাছে।
কারোর তৃপ্তি সৃজন কাজে কারোর ধ্বংস কর্মে,
কেউ বা খোঁজে ভ্রমণে সুখ কেউ বা খোঁজে ধর্মে।
যে-সব তৃপ্তি মূল্যবোধে বড়ই আঘাত হানে,
তেমন তৃপ্তি হোক-না উধাও জীবন খুঁজুক মানে।